আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
এম আই সিমেন্ট: ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি এম আই সিমেন্ট ফ্যাক্টরি। নগদ এই লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ২ টাকা করে পাবেন বিনিয়োগকারীরা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এম আই সিমেন্ট ফ্যাক্টরির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে। যা গতকাল ২২ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৫ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) রয়েছে ৪৭ টাকা ৮০ পয়সা।

এদিকে, গত ৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ১৬ নভেম্বর।

এ ক্যাটাগরির এই কোম্পানি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সম্পাদনা: আরএ/আরবি/এসএ