আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
নিম্ন এবং মধ্যবিত্তদের ৯৯ ঘন্টার মধ্যে বাড়ি কেনার নতুন সুযোগ
কলকাতায় নিম্ন এবং মধ্যবিত্তদের মধ্যে তাদের স্বপ্নের বাসস্থান বিলি করার উদ্দেশ্য নিয়ে ‘টাটা ভ্যালু হোম’ নামে অভিনব এক বাসস্থান প্রকল্প নিয়ে এসেছে সে  দেশের প্রধান নির্মাণ সংস্থা টাটা হাউসিং | আবেদনের চার দিন বা ৯৯ ঘন্টার মধ্যেই ওই সুবিধা পেতে পারেন আবেদনকারী |
টাটা হাউসিংয়ের এই নতুন প্রকল্পটি নাম ‘টাটা ভ্যালু হোম’ তার মাধ্যমে দেশের বিভিন্ন শহরের প্রত্যেকটির ৯৯ জন করে মধ্যবিত্ত মানুষ তাদের স্বপ্নের বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন| শুধু তাই নয়, তারা প্রত্যেকেই ব্যাঙ্ক থেকে ৯৯ শতাংশ ঋণও পেতে পারেন ওই প্রকল্প খাতে| মনে করা হচ্ছে ভারতবর্ষে এ জাতীয় প্রকল্প এই প্রথম |
এই সুবিধে পেতে ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে| প্রথম যে ৯৯ জন আবেদন করবেন শুধুমাত্র তারাই টাটা হাউসিং-এর সুবিধা পাবেন|এরাই ৯৯ শতাংশ ব্যাঙ্কঋণের আবেদন করতে পারবেন| ৩০ মিনিটের মধ্যেই পাওয়া যাবে এই ব্যাঙ্কঋণ, দাবি সংস্থার |
সংস্থার আরও দাবি, ব্যাঙ্কঋণ পাওয়ার পরবর্তী এক দিনের মধ্যেই প্রথম ৯৯ জনের সবাই তাদের পছন্দমত বাড়িটি পেয়ে যাবেন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু অথবা আহমেদাবাদের মত শহরে | উল্লেখ্য, এই শহরগুলিতেই টাটা হাউসিং এর বিভিন্ন আবাসন প্রকল্পএর কাজ চলছে|
টাটা হাউসিংয়ের বাণিজ্যিক প্রধান রাজেশ দাস আশা প্রকাশ করছেন যে, তাদের এই নতুন প্রকল্পে খুব তাড়াতাড়ি সারা দেশব্যাপী বিপুল সাড়া ফেলবে | যা দেশের মধবিত্তদের মধ্যেও এক নতুন বাসস্থান পাওয়ার ব্যাপারে আশার সঞ্চার করবে|