
কলকাতায় নিম্ন এবং মধ্যবিত্তদের মধ্যে তাদের স্বপ্নের বাসস্থান বিলি করার উদ্দেশ্য নিয়ে ‘টাটা ভ্যালু হোম’ নামে অভিনব এক বাসস্থান প্রকল্প নিয়ে এসেছে সে দেশের প্রধান নির্মাণ সংস্থা টাটা হাউসিং | আবেদনের চার দিন বা ৯৯ ঘন্টার মধ্যেই ওই সুবিধা পেতে পারেন আবেদনকারী |
টাটা হাউসিংয়ের এই নতুন প্রকল্পটি নাম ‘টাটা ভ্যালু হোম’ তার মাধ্যমে দেশের বিভিন্ন শহরের প্রত্যেকটির ৯৯ জন করে মধ্যবিত্ত মানুষ তাদের স্বপ্নের বাসস্থানের ব্যবস্থা করতে পারবেন| শুধু তাই নয়, তারা প্রত্যেকেই ব্যাঙ্ক থেকে ৯৯ শতাংশ ঋণও পেতে পারেন ওই প্রকল্প খাতে| মনে করা হচ্ছে ভারতবর্ষে এ জাতীয় প্রকল্প এই প্রথম |
এই সুবিধে পেতে ২ নভেম্বর থেকে ৬ নভেম্বরের মধ্যে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে| প্রথম যে ৯৯ জন আবেদন করবেন শুধুমাত্র তারাই টাটা হাউসিং-এর সুবিধা পাবেন|এরাই ৯৯ শতাংশ ব্যাঙ্কঋণের আবেদন করতে পারবেন| ৩০ মিনিটের মধ্যেই পাওয়া যাবে এই ব্যাঙ্কঋণ, দাবি সংস্থার |
সংস্থার আরও দাবি, ব্যাঙ্কঋণ পাওয়ার পরবর্তী এক দিনের মধ্যেই প্রথম ৯৯ জনের সবাই তাদের পছন্দমত বাড়িটি পেয়ে যাবেন কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু অথবা আহমেদাবাদের মত শহরে | উল্লেখ্য, এই শহরগুলিতেই টাটা হাউসিং এর বিভিন্ন আবাসন প্রকল্পএর কাজ চলছে|
টাটা হাউসিংয়ের বাণিজ্যিক প্রধান রাজেশ দাস আশা প্রকাশ করছেন যে, তাদের এই নতুন প্রকল্পে খুব তাড়াতাড়ি সারা দেশব্যাপী বিপুল সাড়া ফেলবে | যা দেশের মধবিত্তদের মধ্যেও এক নতুন বাসস্থান পাওয়ার ব্যাপারে আশার সঞ্চার করবে|