আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বিএইচবিএফসি’তে কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স শুরু

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে (বিএইচবিএফসি) অফিসার, সিনিয়র অফিসার ও ল’অফিসার পদে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের বুনিয়াদী কোর্স শুরু হয়েছে। আজ রোববার (২০ অক্টোবর) থেকে বিএইচবিএফসি’র ট্রেনিং সেন্টারে শুরু হওয়া এই কোর্স চলবে আগামী ১৬ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

আজ রোববার সকালে বিএইচবিএফসি’র ট্রেনিং সেন্টারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৯ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী।

বিএইচবিএফসি’র মহাবিভাগ-১ এর মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মো. আমিন উদ্দিন ও মো. জাহিদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আরএ/আরবি/এসএ