নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে সরকার। রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরে এই অ্যাপার্টমেন্ট তৈরি করা হবে। মঙ্গলবার ১০ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ের সংশোধিত এ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সকালে এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অ্যাপার্টমেন্ট তৈরির মূল প্রকল্পটি ২০১১ সালে শুরু হয়ে ২০১৬ সালে শেষ হওয়ার কথা ছিল। তবে এখন সংশোধিত এই প্রকল্পটি ২০২০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য সরকারের। প্রকল্পটির আওতায় ২১৪ একর জমিতে, স্বল্প আয়ের মানুষের জন্য বিভিন্ন মাপের ১৫ হাজার ৩৬টি ফ্লাট নির্মাণ করা হবে।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক সভার বিস্তারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, এই প্রকল্পটিসহ মঙ্গলবার একনেক সভায় মোট ১৫ হাজার ২২১ কোটি টাকা ব্যয়ের আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ছয়টি প্রকল্প নতুন এবং দুটি সংশোধিত।