দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। বুধবার (১ নভেম্বর) দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে হয়েছে ৬০৭২ পয়েন্ট। এটি একদিনের হিসাবে গত তিন মাসের মধ্যে ডিএসই’র প্রধান সূচক সর্বোচ্চ। আর লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকা; যা আগের দিনের চেয়ে প্রায় ১২৭ কোটি টাকা বেশি। এর আগে গত ৩১ জুলাই ডিএসই সূচক ৫৮ পয়েন্ট বেড়েছিল।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৮২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৪ কোটি টাকা; যা আগেরে দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিক রয়েছে ৪৫টির দাম। আর সিএসইএতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিক রয়েছে ২৫টির দাম।
সম্পাদনা: আরএ/আরবি/জেডএইচ