
রাজধানী ঢাকাসহ সারা দেশে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। মেলার প্রথম দিন অর্থাৎ বুধবারই আয় হয়েছে ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা। আর সেবা নিয়েছেন ৭৯ হাজার ১১২ জন ব্যক্তি। মেলা সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সপ্তাহব্যাপী আয়কর মেলা রাজধানী ঢাকাসহ ১৮টি জেলা ও ২টি উপজেলায় শুরু হয়। গতবছরের মেলায় প্রথমদিনে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ কোটি টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ১৬ হাজার ৮৬ জন। আর সেবা নিয়েছিলেন ৫৯ হাজার ২৯২ জন। এ হিসাবে গতবারের প্রথম দিনের চেয়ে এবার প্রায় দ্বিগুণ রিটার্ন জমা পড়েছে। কর আদায় বেড়েছে সাড়ে ১৬ কোটি টাকার বেশি।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্মানাধীন রাজস্ব ভবনে মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অষ্টমবারের মতো আয়কর মেলা এবার আটটি বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলায় চার দিন, ৩৪টি উপজেলায় দুই দিন ও ৭১টি উপজেলায় একদিন অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদনা: আরএ/আরবি/জেডএইচ