আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে »

ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের আয় কমেছে। পরপর দুই মাস রাজস্ব আদায় বাড়ার পর সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে আয় কমেছে ২৪ শতাংশ। অক্টোবরে ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকার, যা আগের মাসে ছিল ৩০ কোটি ৮২ লাখ টাকা। রোববার (৫ নভেম্বর) ডিএসই থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হঠা‍ৎ করে লেনদেন কমে যাওয়ায় ডিএসইতে রাজস্ব আয় কমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অক্টোবরে ডিএসই থেকে সরকারের ২৩ কোটি ২৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। যা টাকার অংকে সেপ্টেম্বর মাসে ছিলো ৩০ কোটি ৮২ লাখ টাকা। সেই হিসেবে অক্টোবর মাসে রাজস্ব আয় কমেছে ৭ কোটি ৫৪ লাখ টাকা বা ২৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই রাজস্ব আয় হয় দুই ধরনের লেনদেন থেকে। এর মধ্যে ১৫ কোটি ৬৯ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকা ডিএসই ব্রোকারেজ হাউজের লেনদেন থেকে ও ৭ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৯৮১ টাকা আয় হয়েছে উদ্যক্তা পরিচালক ও প্লেসমন্টে শেয়ার থেকে। সেপ্টেম্বরে এই আয় ছিল যথাক্রমে ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ৯৮৫ টাকা ও ১০ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৫০ টাকা।

সম্পাদনা: এলবি/আরএ/পিকেএস