বিতর্কের মধ্যেও বছরে ৫১ টাকা গৃহকর দেওয়ার সুযোগ পেয়েছেন একজন মুক্তিযোদ্ধাসহ ছয়জন হোল্ডিং মালিক। আর ১০ জনের গৃহকর পাঁচ বছর আগেরটাই বহাল রাখা হয়েছে। এছাড়া, ১৫৩ জনের গড়ে কমানো হয়েছে ৭১ দশমিক ৮০ শতাংশ। সোমবার (৬ নভেম্বর) পঞ্চবার্ষিক কর পুনর্মূল্যায়নে নির্ধারিত প্রাথমিক ভ্যালুর ওপর আপিল শুনানির সপ্তম দিনে ’আপিল রিভিউ বোর্ড’ এ সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জনসংযোগ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, ৬ নভেম্বর রাজস্ব সার্কেল-৩ এর আপিলকারীদের মধ্যে ১৬৮ জনকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ১৫৩টি আপত্তি নিষ্পত্তি করা হয়। আপিল রিভিউ বোর্ড ১৫৩ জন হোল্ডারের অ্যাসেসমেন্ট ভ্যালু ৩ কোটি ৫০ লাখ ৫৫ হাজার ৭০০ টাকা থেকে কমিয়ে ৯৮ লাখ ৮৫ হাজার ১০০ টাকা ধার্য্য করেছে। ফলে ভ্যালু কমল ২ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৬০০ টাকা।
আপিল রিভিউ বোর্ড দুভাগে শুনানিতে অংশ নেন। মেয়র দপ্তরে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্রধান রাজস্ব কর্মকর্তার দপ্তরে রিভিউ বোর্ডের শুনানিতে মেয়রের পক্ষে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাবিবুল হক। আপিল রিভিউ বোর্ড সদস্য প্রকৌশলী এম আবদুর রশিদ, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান, ট্যাক্সেশন অফিসার জসিম উদ্দিন, উপ কর কর্মকর্তা নাছির উদ্দিন এ সময় ছিলেন।
উল্লেখ্য, শনিবার (১১ নভেম্বর) পর্যন্ত আগ্রহী হোল্ডিং মালিকরা আপিল আবেদন করতে পারবেন।
সম্পাদনা: জেডএইচ/ডিকেএল/আরএ/