
যৌথ কর্মশালার আয়োজন করতে সম্মত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
সম্প্রতি এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। এসময় কর্মশালার বিষয়ে সম্মত হন তারা।
রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাবের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল এনবিআরের চেয়ারম্যানে সাথে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রিহ্যাব এর পরিচালক কামাল মাহমুদ ও প্রকৌশলী মোঃ মহিউদ্দিন সিকদার।
এ সময় চলতি বছরের অক্টোবর মাসে রিহ্যাব সদস্যদের নিয়ে প্রথমবারের মত একটি যৌথ কর্মশালার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এনবিআর’র উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলেও সাক্ষাৎকালে জানানো হয়।