
বাসা ভাড়া নেয়ার সময় বাড়িওয়ালার উচিত, ভাড়াটিয়ার নিকট থেকে বিস্তারিত তথ্য সম্বলিতএকটি ঘোষণাপত্র লিখে নেয়া। এবং এই তথ্য সম্বলিত ঘোষণাপত্রটি সংশ্লিষ্ট থানায় জমা দেয়া। যাতে করে ভাড়াটিয়া কর্তৃক কোন প্রকার অনৈকিত, অসামাজিক কাজ বা আইন বহি:র্ভূত কর্মকান্ড সংঘঠিত হলে তথ্যানুযায়ি সনাক্ত করা যায়।
১। ভাড়াটিয়ার পরিচয় সম্পর্কিতঃ
নামঃ………………………………………………………….
পিতার নামঃ………………………………………………….
মাতার নাম: ……………………………………………………
স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ…………………………………………
ডাকঘর: ……………………………থানা/উপজেলাঃ………………….
জেলাঃ………………………………..
বর্তমান ঠিকানাঃ ……………………………………………………………….
জাতীয়তাঃ বাংলাদেশী, পেশাঃ……………………………….।
অস্থায়ী ঠিকানা (যদি থাকে): ………………………………………………
অফিসের ঠিকানাঃ
ফোন নম্বরঃ ব্যক্তিগতঃ
স্থানীয়ঃ
জাতীয় পরিচয় পত্র নম্বরঃ
পাসপোর্ট নম্বরঃ
২। পরিবার সম্পর্কিতঃ
পরিবারে সদস্য কতজন? বিস্তারিত বর্ণনা:
নামঃ ………………………………………….পিতার নামঃ …………………………….
মাতার নাম: …………………………………………..গ্রামঃ ………………………………… থানাঃ ………………………………………, জেলাঃ ………………………………….
কাজের লোক আছে কিনা? থাকলে তার বিবরণ:
নামঃ ………………………………………….পিতার নামঃ …………………………….
মাতার নাম: …………………………………………..গ্রামঃ ………………………………… থানাঃ ………………………………………, জেলাঃ ………………………………….
৩। গাড়ী সংক্রান্তঃ
গাড়ী নম্বরঃ
গাড়ীর ধরণঃ
গাড়ীর বর্ণনাঃ
৪। সংযুক্তঃ
(১) ছবি ১ কপি;
(২) ড্রাইভারের লাইসেন্সের কপি;
(৩) বাড়ি ভাড়ার চুক্তিপত্রের কপি;
(৪) জাতীয় পরিচয়পত্রের কপি।
আমি নিম্নস্বাক্ষরকারী এই মর্মে ঘোষণা করছি যে, উল্লেখিত তথ্যাবলী সঠিক ও নির্ভুল।
নাম ও স্বাক্ষর
আরবি/টিএ/জেড এস