
শুরু হচ্ছে ১১ দিনব্যাপী দেশের আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান শেলটেকের শীতকালীন আবাসন মেলা। আগামীকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে রাজধানীর ৫৫ পশ্চিম পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। ‘শেলটেক উইন্টার ফেস্টিভ্যাল- ২০১৭’ শিরোনামের এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শেলটেকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে শেলটেক কর্তৃপক্ষ জানায়, শেলটেকের মেলায় ক্রেতারা ঢাকার বিভিন্ন এলাকার ১৫ প্রকল্পের প্রায় ২৫০টি ফ্ল্যাট ও ৪০টি বাণিজ্যিক স্পেস ক্রয় করার জন্য বুকিং দিতে পারবেন। মেলা উপলক্ষে ক্রেতারা ফ্ল্যাট কিংবা বাণিজ্যিক স্পেসে বুকিং দিলে ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেলটেকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ, পরিচালক তানভির আহমেদ ও সামিয়া সেরাজ।
সম্পাদনা: আরএ/আরবি/এসএ