
বর্ধিত গৃহকর বা হোল্ডিং ট্যাক্স বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তাঁরা বলেছেন, বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃক হোল্ডিং ট্যাক্স বাড়ানো ‘অযৌক্তিক’। অবিলম্বে নগরবাসী এ গৃহকর প্রত্যাহারের দাবী জানান।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সামনে ’বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে’ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
জাতীয় মানবাধিকার ইউনিটির বরিশাল মহানগর কমিটি ও বরিশালের কুয়াকাটা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। বরিশাল মহানগরের সভাপতি বসির আহমেদ ঝনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, মো. আল আমিন, সাংবাদিক কাজী জাহাঙ্গীর, বিপুল ঘোষ, মিজানুর রহমান ও আবদুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।
সম্পাদনা: এলবি/জেডএইচ/এরএ