আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রিহ্যাবের অর্ধ শতাধিক প্রতিনিধি এখন ইন্ডিয়ার সিরামিকস এক্সপোতে

রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)  এর প্রায় অর্ধ শতাধিক প্রতিনিধি ইন্ডিয়ার গুজরাতে অনুষ্ঠিত ভাইব্রেন্ট সিরামিকস এক্সপো ও সামিট (ভিসিইএস)-২০১৭ তে অংশ গ্রহনের জন্য ইন্ডিয়াতে গমন করেছেন। ১৫ নভেম্বর তারা  ইন্ডিয়াতে গমন করেন।

উল্লেখ্য আজ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভাইব্রেন্ট সিরামিকস এক্সপো ও সামিট (ভিসিইএস-২০১৭ । এই সিরামিকস এক্সপো চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। সিরামিকস শিল্পের ক্ষেত্রে চীনের পর দ্বিতীয় অবস্থানে থাকা এই সত্যটি প্রমাণ করার জন্য দ্বিতীয় বারের মত এই এক্সপোর আয়োজন করেছেন ইন্ডিয়া। এই ইভেন্ট ২৫০টিরও বেশি প্রদর্শক, ৪০০+ ব্র্যান্ড নিয়ে এক্সপোতে অংশ নিচ্ছে।

এক্সপোতে বিপুল সংখ্যক  বিদেশেী ক্রেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিদেশী প্রতিনিধিদের জন্য কারখানা পরিদর্শনসহ নানা ধরনের সুযোগ দিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশের শুধু মাত্র রিহ্যাব সদস্য বৃন্দ এই এক্সপোতে গমনের সুবিধা পাচ্ছেন।

১৬ নভেম্বর দুপুর ১২ টায় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদী ভাইব্রেন্ট সিরামিকস এক্সপো ও সামিট (ভিসিইএস)-২০১৭ এর উদ্বোধন করেন।