আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
সিলেটে দখলকৃত ১৩১ একর ভূমি উদ্ধার

দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট সিলেটের রাতারগুলের বেশ কিছু জায়গা স্থানীয়দের দখলে রয়েছে, যারা দীর্ঘদিন ভোগদখল করে আসছে। এই জায়গা উদ্ধারে সোমবার (২০ নভেম্বর) মাঠে নামে বন বিভাগ। এদিন সমঝোতার ভিত্তিতে রাতারগুল বনের পূর্ব মহেষখেড় মৌজায় প্রায় ১৩১ একর জায়গা উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। এর আগে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে ওই জায়গার সীমানা চিহ্নিত করা হয়।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাতারগুলের পরিবেশ রক্ষায় ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সোমবার পূর্ব মহেষখেড় মৌজায় ওই জায়গা উদ্ধার করা হয়। আগামীতেও ভূমি উদ্ধার অভিযান চলবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

উল্লেখ্য, কয়েক দশক ধরে বনের বহিরাংশের পূর্ব মহেষখেড় মৌজার প্রায় ১৩১ একর বন বিভাগের জমি স্থানীয়রা দখল করে ভোগ করে আসছিল। সমঝোতার ভিত্তিতে বন বিভাগের বেদখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করা হয়। সোমবার বৃক্ষ রোপণের মাধ্যমে বনায়ন কর্মসূচি শুরু হয়েছে বলে জানান বন বিভাগের সারী রেঞ্জের রেঞ্জার মো. সাদ উদ্দিন আহমদ।

সম্পাদনা: সিএমএফ/আরএ/আবি