আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
হিজরাদের জন্য তৈরি ‘ভিন্ন আবাসন’

দেশে তৃতীয় লিঙ্গ স্বীকৃতি পাওয়ার পরও, সামাজিক দৃষ্টিভঙ্গির খুব একটা পরিবর্তন হয়নি হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসনে। তবে ব্যতিক্রম দিনাজপুরের মানবপল্লী। যেখানে এই জনগোষ্ঠীর জন্য তৈরি করা হয়েছে “ভিন্ন আবাসন”। এতে হিজড়া সম্প্রদায় পেয়েছে স্বাভাবিক জীবনের পরিবেশ। এমন আরো উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, ২০১১ সালে দিনাজপুর শহরের পাশে ৫ একর জমিতে প্রতিষ্ঠা করা হয় এই পুনর্বাসন কেন্দ্র। যেখানে ৮০টি ঘরে শতাধিক হিজড়া বসবাস করছেন।

পরিবার কিংবা সমাজে অনেকটাই বিতাড়িত হিজড়া জনগোষ্ঠী। থাকার জায়গা নেই। নেই কর্মসংস্থান। রাস্তায় ঘুরে ঘুরে অন্যের কাছ থেকে টাকা তোলাই যাদের জীবিকার প্রধান উপায়। তবে ব্যতিক্রম দিনাজপুরে। হিজড়াদের জন্য এখানে তৈরি করা হয়েছে পুনর্বাসন কেন্দ্র।  প্রশিক্ষণের পর কাজের ক্ষেত্র, অনেকটাই নিশ্চিন্ত জীবন। তাই হিজড়াদের দাবি, এমন সুযোগ তৈরি হোক সারা দেশেই।

সামাজিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে পল্লীর প্রতিষ্ঠাতা, এই জনপ্রতিনিধি পেয়েছেন ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের সোশ্যাল ইনোভেটর সম্মাননা। তিনি মনে করেন, সমাজ বদলে দিতে প্রয়োজন আরো উদ্যোগ।

সম্পাদনা: জেডএইচ/আরএ/এসএ