আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
পরিবেশবান্ধব শিল্পায়নে ‘গ্রিন এক্সপো’ শুরু শনিবার

শুরু হচ্ছে তিন দিনব্যাপী গ্রিন কনভেনশন অ্যান্ড এক্সপো-২০১৭। পরিবেশবান্ধব শিল্পায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে শনিবার (২৫ নভেম্বর) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী সোমবার পর্যন্ত। শনিবার গ্রিন এক্সপোর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক্সপোতে ১০০ টি স্টলের মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্পকারখানা ও অবকাঠামো তুলে ধরা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

তাঁরা আরও জানায়, মেলার প্রথমদিন দেশ বিদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জাতীয় কনভেশন অনুষ্ঠিত হবে। এরপর বিভিন্ন দেশের ২৫ জন পরিবেশ বিশেষজ্ঞ, পলিসি মেকার, শিক্ষাবিদ ও ব্যাংকারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিআইএফএফএল’র নির্বাহী পরিচালক এসএম ফরমানুল ইসলাম বলেন, দেশের ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিবেশ বান্ধব শিল্প ও অবকাঠামো নির্মাণ গুরুত্বপূর্ণ। উন্নয়ন যেন টেকসই হয়, শিল্পায়ন যেন টেকসই হয়; এজন্য সবুজ শিল্পায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার থেকে ব্যাংকগুলোকে সবুজ শিল্পায়নে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন। আমাদের উন্নয়ন হবে টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব সবুজ উন্নয়ন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিউলিপ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বিগ্রে. জে. এ এইচ এম মকবুল হাসান, লংকা-বাংলার কর্মকর্তা হাসানুজ্জামান সিদ্দিক প্রমুখ।

সম্পাদনা: আরএ/আরবি/এসএ