
আক্তার প্রোপার্টিজ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।আক্তার প্রোপার্টিজ লিমিটেডের বনানী কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এই চুক্তির মাধ্যমে আক্তার প্রোপার্টিজ লিমিটেডের গ্রাহকেরা এমটিবি হোম লোনের ওপর সুবিধা পাবেন।
আক্তার প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসরিন খান এবং এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আক্তার প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্তার বিশ্বাস, সিনিয়র ম্যানেজার অ্যাডমিন ও লিগ্যাল মো: আফজাল হোসেন, সিনিয়র ম্যানেজার সেলস হাসনাইন মাহমুদ, ম্যানেজার সেলস ওজিয়র রহমান, ম্যানেজার ক্রেডিট রিয়েলাইজেশন মো: সাজ্জাদ মাসুদ, ম্যানেজার কাস্টমার কেয়ার তাসনুভা হেলালী, এমটিবির হেড অব এসএমই ও রিটেল ব্যাংকিং তারেক রিয়াজ খান, রিটেল বিজনেস ডেভেলপমেন্ট মো: তৌফিকুল আলম চৌধুরী, গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।