আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
রাস্তায় নির্মাণ সামগ্রী, দু’প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে জরিমানা

রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরে মাহফুজুল আলম সাংবাদিকদের বলেন, উচ্ছেদ অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে ফুটপাতের ক্ষতি সাধন এবং জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর আওতায় ‘কম্প্রিহেন্সিভ ডেভেলাপার্স লিমিটেড ও ‘কিয়স্কি ডেভেলাপার্স’-এর প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে এবং নির্মিতব্য একটি বাড়ির মালিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, স্টাফ ফিটনেস সনদ না থাকা, খাবারে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখের লেভেল না থাকা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য সামগ্রী সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী ‘স্বাদ তেহারী ও ‘ভুতের বাড়ী রেস্টুরেন্টকে যথাক্রমে এক লক্ষ টাকা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পাদনা: আরএ/এলএম/এসবি