
এক লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালীর ভাসান চরে ‘আশ্রয়ণ-৩ প্রকল্পসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ১০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৮ কোটি টাকা এবং প্রায় ৫১ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে যোগানো হবে।
প্রকল্পগুলো হলো- ‘আশ্রয়ণ-৩ (নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন চর ঈশ্বর ইউনিয়নস্থ ভাসান চরে ১ লক্ষ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ)’ শীর্ষক প্রকল্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২ হাজার ৩১২ কেটি টাকার এ প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। ময়মনসিংহ জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প; ব্যয় ১ হাজার ৫৭৫ কোটি টাকা। মাদারিপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ব্যয় ১ হাজার ৫৬০ কোটি টাকা। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ব্যয় ৯৫০ কোটি টাকা। সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ব্যয় ৪৪৬ কোটি টাকা। গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্য়ায়): ব্যয় ৩৫৩ কোটি টাকা। নোয়াখালী ফেনী ও লক্ষ্মীপুর জেলায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প: ব্যয় ১৪৩ কোটি টাকা। আজিমপুর সরকারি কলোনিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প (দ্বিতীয় পর্য়ায়): ব্যয় ৯৯০ কোটি টাকা। ঢাকার জিগাতলায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের (গণপূর্ত ও স্থাপত্য অধিদপ্তর) জন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প: ব্যয় প্রায় ৩০৪ কোটি টাকা। ঢাকার মতিঝিল সরকারি কলোনিতে (হাসপাতাল জোন- স্টোর-কম্পাউন্ড) বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প: ব্যয় ২৫৭ কোটি টাকা। কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প: ব্যয় ৯৪ কোটি টাকা। শেরপুর (আখের বাজার লঙ্গরপাড়া শ্রীবর্দী (মামদাবারি) সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প: ব্যয় ৮২ কোটি টাকা। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প: ব্যয় প্রায় ৭৯৮ কোটি টাকা। চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প: ব্যয় ২৩৩ কোটি টাকা।
সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
সম্পাদনা: আরএ/এসকে/জেডএইচ