
জমি দখলের জন্য শফিকুল ইসলাম নামে এক কৃষকের বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পোড়াবাড়ি গ্রামে গত শনিবারে এ ঘটনায় অভিযোগটি উঠেছে আলেক মাহমুদ নামে স্বেচ্ছাসেবকলীগের এক নেতার বিরুদ্ধে। আগুনের ঘটনায় মঠবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলেকসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে জানান ত্রিশাল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান।
শফিকুল সাংবাদিকদের বলেন, বাবার রেখে যাওয়া ২৩ শতাংশ জমিতে বাড়ি করে সাত ভাই-বোনকে সঙ্গে নিয়ে বসবাস করি আমি। স্বেচ্ছাসেবক লীগ নেতা আলেক ওই জমির সাড়ে আট শতাংশ তাঁর বলে দাবি করে আসছে। গত শুক্রবার রাতে বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে আগুন ধরিয়ে আলেক ও তাঁর লোকজন। পরে বেড়া ভেঙে ঘর থেকে বের হই আমরা।
তবে শফিকুলের বাড়িতে আগুন দেওয়ার কথা অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতা।
এদিকে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জাকিউর।