
সারা দেশে ৫০ হাজার গৃহহীনকে গুচ্ছগ্রামে পুনর্বাসন করার কাজ চলছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ৩ ডিসেম্বর রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি মিলনায়তনে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ছায়া সংসদ অনুকরণে ‘ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে কোনো ভূমিহীন থাকবে না জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এদেশে কোনো ভূমিহীন থাকবে না। তাঁর ঘোষণা অনুযায়ী, সারা দেশে ৫০ হাজার গৃহহীনকে গুচ্ছগ্রামে পুনর্বাসন করার কাজ চলছে। আমরা স্টেপ বাই স্টেপ এগুচ্ছি।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ভূমির উন্নয়ন কাজ শুরু করেছি। দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে মাঠ পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত স্বচ্ছতার মাধ্যমে দুর্নীতিকে জিরো টলারেন্স করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা স্টেপ বাই স্টেপ এগুচ্ছি। ভূমি অফিসগুলোর আশেপাশের দুষ্টগ্রহ দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
সম্পাদনা: এফএইচ/এনএম/আরবি