
নির্যাতন ও নিপীড়নের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান এয়ারবেল ডেভেলপম্যান্ট টেকনোলজিস্ লিমিটেড। কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্তে চার লক্ষাধিক টাকার চিকিৎসা সামগ্রী দিয়েছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন এয়ারবেল ডেভেলপম্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সহসভাপতি মো: আব্দুল কৈয়ুম চৌধুরী।
চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময় এয়ারবেল ডেভেলপম্যান্ট লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
গত ২০ নভেম্বর জাতীয় এক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেদেশের সেনাবাহিনী অভিযান চালিয়ে নির্বিচারে হত্যা, ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দেওয়া শুরু করে। এ পরিস্থিতিতে ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সাত লাখ রোহিঙ্গা নাগরিক বাস্তুচ্যুত হয়ে দেশের কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। বর্তমানে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে বিভিন্ন শিবিরে।
সম্পাদনা: আরএ/এসকে/জেডএইচ