
চট্টগ্রামে সবচেয়ে উঁচু ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, চট্টগ্রামে রাজস্ব বিভাগের একটা ভবন করছি আগ্রাবাদে। সেটা হবে ৪০ তলা। এটা হবে চট্টগ্রামের সবচেয়ে উঁচু ভবন। শনিবার (৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের রহমতগঞ্জে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) আয়োজিত ‘চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বলেন, আগ্রাবাদ কলোনীতে ২০ তলা ভবন করতে যাচ্ছি। সেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা থাকবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবকাঠামো নির্মাণের মূল প্রাণ শক্তি উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, প্রকল্পের কাজে সবসময় মাঠে থাকেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। তাঁদের তত্ত্বাবধানে নির্মাণ কাজগুলো হয়। মানসম্পন্ন কাজ করতে গেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা আছে।
সম্পাদনা: সিএম/আরবি/জেডএইচ