আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজউকের অভিযান

ঢাকার বিভিন্ন আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার বন্ধে ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর উত্তরা গাউসুল আজম এভিনিউ ও গরীবে নেওয়াজ রোডে এ অভিযান চালানো হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উত্তরা ১৩ নং সেক্টরের গরীবে নেওয়াজ রোডের ০৪ নং প্লটের একটি ছয়তলা ভবন আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হয়। ওই ভবনে ১ম তলায় ‘সিএফসি ফাস্টফুড’ ২য় তলায় একটি সেলুন, ৩য় তলায় ‘সুং প্যালেস থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট ও ৫ম তলায় একটি ক্লাবের অফিস ছিল। সোমবার ওই ভবনে অভিযান চালিয়ে এ সকল অবৈধ বাণিজ্যিক স্থাপনা সিলগাল করে দেন রাজউকের ভ্রাম্যমান আদালত।

এদিকে, গাউসুল আজম এভিনিউয়ের ১০ নং প্লটের ভবনের নিচ তলায় কার পার্কিয়ের স্থলে ‘সিঙ্গার’ এর একটি শো-রুমের মালামাল অপসারণ করে পার্কিয়ের জায়গা উন্মুক্ত করা হয়। এছাড়া, ০৬ নং ও ০৮ নং প্লটের টিনশেডের ১০-১২টি অবৈধ বিভিন্ন শ্রেণীর দোকান উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, সহকারী অথরাইজড অফিসার মোঃ খায়রুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

সম্পাদনা: আরএ/ আরবি/এসকে