আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
কোচবিহারে গৃহহীনদের জন্য আবাসন

প্রথমবারের মতো প্রতিবেশি দেশ ভারতের কোচবিহারে গৃহহীনদের জন্য আবাসন তৈরি করা হয়েছে। কোচবিহারের ১০ নম্বর ওয়াডে কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। ভবনে সব মিলিয়ে ৫০টি রুম বানানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই আবাসনের উদ্ধোধন করেন।

পরে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, মূখ্যমন্ত্রীর প্রেরণায় এই আবাসন তৈরি করা হয়েছে। আবাসন তৈরিতে এক কোটি টাকা খরচ করা হয়েছে। এই আবাসনে সব মিলিয়ে ৫০টি রুম বানানো হয়েছে। পুরনিগমের পক্ষ থেকে তাঁদের খাবারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে সাংসদ পার্থপ্রতীম রায়, বিধায়ক মিহির গোস্বামী, কাউন্সিলর ভূষন সিংহ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আরএ/এসকে/জেডএইচ