
আসন্ন ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’ তে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্টল বরাদ্দ চূড়ান্ত হবে আজ। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের এ কাজ চূড়ান্ত হবে। রিহ্যাব সূত্রে জানা গেছে, এ বছর ফেয়ারে রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানসহ রড, সিমেন্ট, ক্যাবলস ও ইলেষ্ট্রিক ওয়্যার, পেইন্টস, টাইলস, স্যানেটারী ফিটিংস, ডোর ও উইন্ডো, এ্যালুমিনিয়াম, গ্লাস ফ্যাব্রিকেটরস, এসএস ম্যাটোরিয়ালস, লিফট, ব্যাংক এবং অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের দুই শতাধিক এর বেশি স্টল থাকছে।
রিহ্যাব কর্মকর্তারা আবাসন বার্তার এই প্রতিবেদককে জানিয়েছেন, দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’ শুরু হচ্ছে আগামী ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে। ‘স্বপ্নীল আবাসন, সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ’ এই স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাঁচ দিনব্যাপী এই ফেয়ার চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবারো এই ফেয়ারের আয়োজন করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
২১ ডিসেম্বর বেলা ১১টায় বিআইসিসি’র হল অব ফেমে আয়োজিত এক অনুষ্ঠানে রিহ্যাব ফেয়ারের উদ্ধোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী (শাওন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এর আগে গত নভেম্বরে “আগে আসলে আগে পাবেন” এই স্লোগানে ফেয়ারে লিংকেজ শিল্পের জন্য সীমিত সংখ্যক স্টল বরাদ্দ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে রিহ্যাব।
সম্পাদনা: আরএ/আরবি/এসকে