আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
ইউনিক আইডিয়াস এ্যান্ড ডেভেলপার লিমিটেড এর যাত্রা শুরু

অসাধারণ নিসর্গ সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজের ও পরিবারের জন্য একটি নিরাপদ আবাসন প্রত্যেকের যুগ যুগান্তরের চাওয়া। আর এই চাহিদার প্রেক্ষিতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ইউনিক আইডিয়াস এ্যান্ড ডেভেলপার লিমিটেড (ইউআইডি)। গত বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) নিজ প্রতিষ্ঠানে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, আমাদের প্রতিশ্রুতি “আতিথেয়তার জন্য নির্মাণ”।

অনুষ্ঠানে ইউআইডি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: রুপম খাঁন, প্রতিষ্ঠানটির ম্যানেজার মো: আশিক খাঁন, সহকারী সেলস্ ম্যানেজার মো: আল আমিন তুষার, সহকারী ম্যানেজার আহমেদ তানজির (ইন্টেরিয়র), পুলক খান এইচ. আর ছাড়াও প্রতিষ্ঠানটির বেশ কিছু শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবাসন বার্তার এই প্রতিবেদককে বলেন, আমাদের কোম্পানির মূল লক্ষ্য গ্রাহক এর সন্তুষ্টি অর্জন।

যোগাযোগের ঠিকানা : বাড়ি # 32 (বি/6), রোড নং # ১০, সেক্টর # 6, উত্তরা মডেল টাউন ঢাকা | ই-মেইল: uid.sales002@gmail.com. ফোন : 01973145343