
পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার ২০১৭ তে আগত দর্শনার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ফ্রি প্রাথমিক চিকিৎসা দিচ্ছে বিআরবি হাসপাতাল লিমিটেড। এছাড়া, কেউ গুরুতর অসুস্থ হলে তাঁকে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আবাসন মালিকদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত ফেয়ারের প্রবেশ মুখে বাম পাশে স্টল নিয়েছে বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ।
বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের বলেন, আমরা ফ্রি ব্লাড সুগার ও বিপি মেপে দিচ্ছি। এছাড়া, নরমাল সমস্যার জন্য ডাক্তার পরামর্শ দিচ্ছেন। বড় কিছু হলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।
স্টলে গিয়ে দেখা যায়, মেলায় আগত দর্শনার্থীদের ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ডা. শাহরিয়ার তাঁর মেডিকেল টিম নিয়ে বসে আছেন। মেডিকেলে টিমে থাকা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মামুনুর রশীদ বলেন, রিহ্যাব মেলায় আগত দর্শনার্থীদের এবং এখানে কর্মরত স্টলের কর্মীদের মধ্যে কেউ অসুস্থ হলে তাঁকে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছি। এছাড়া, কেউ গুরুতর অসুস্থ হলে আমরা তাঁকে তাৎক্ষণিক হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এজন্য আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে। হাসপাতালে পৌঁছানো পর্যন্ত খরচ বিআরবি হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে।
ডা. শাহরিয়ার বলেন, আমাদের একজন চিকিৎসক এবং দুই জন সহকারী এখানে কাজ করছেন। আমাদের সহায়তা করছেন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মামুনুর রশীদ। রয়েছে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। এ সেবা মেলার শেষ দিন ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
রিহ্যাবের শীতকালীন পাঁচ দিনব্যাপী এই মেলা ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে এ মেলা চলে রাত ৯টা পর্যন্ত। মেলা উপলক্ষে নানা উপহারসহ এককালীন মূল্য পরিশোধে ফ্ল্যাট ও প্লটে ছাড় দিয়েছে প্রতিষ্ঠানগুলো। মিলনমেলায় এবার এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে প্রাইভেট কার, মোটরসাইকেলসহ রয়েছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার।
সম্পাদনা: আরএ/আরবি/এসকে