
দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার ২০১৭’ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসছে নতুন বছর ২০১৮ সালর ৪ জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি, সহ-সভাপতি (১ম), পরিচালক ও মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মেম্বারসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
এদিকে, ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণায় আজ সোমবার (২৫ ডিসেম্বর) শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার। গত বৃহস্পতিবার থেকে এই মিলনমেলা শুরু হয়। চলবে আজ (২৫ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত।
এরপর মেলা প্রাঙ্গণে হাজারো ক্রেতা ও দর্শনার্থীদের সামনে অনুষ্ঠিত হবে রাফ্রেল ড্র। এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্র তে রয়েছে প্রাইভেট কার, মোটরসাইকেল, এলইডি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ আকর্ষণীয় মূল্যবান পুরস্কার।
সম্পাদনা: আরএ/আরবি/এমএন