আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
১৫-২০ ছাড়ে প্লট ও ফ্ল্যাট দিচ্ছে কৃষিবিদ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট

রাজধানী ঢাকায় একটি বাড়ি করার স্বপ্ন কার-ই না থাকে। তাই স্বল্প ও মধ্যম আয়ের মানুষের সাধ ও সাধ্যের মধ্যে প্লট ও ফ্ল্যাটের পসরা নিয়ে বসেছে দেশের আবাসন শিল্পখাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব ফেয়ার-২০১৭’। সাধ আর সাধ্যমত পছন্দের আবাস খুঁজে পেতে বাড়ি, প্লট বা জমির খোঁজে অনেকেই ভিড় করছেন মেলায় অংশ নেওয়া কৃষিবিদ ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ৭১ নম্বর স্টলে। রিহ্যাব ফেয়ার উপলক্ষে ১৫ থেকে ২০% ছাড়ে প্লট ও ফ্ল্যাট দিচ্ছে প্রতিষ্ঠাটি।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে মেলা প্রাঙ্গণে কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস অব মার্কেটিং অফিসার গাজী শাহেদ আবাসন বার্তাকে এ তথ্য জানান। গত বৃহস্পতিবার থেকে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী এই মিলনমেলা। যা আজ সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৯টায় শেষ হবে।

গাজী শাহেদ বলেন, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর ৫০টি ফ্ল্যাট রেডি রয়েছে। আর নির্মাণাধীন রয়েছে ৪০০টি। রিহ্যাব ফেয়ার উপলক্ষে প্রতি স্কয়ার ফিট ১৫ থেকে ২০% ছাড়ের অফার চলছে। মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা আমাদের ফ্ল্যাট দেখছেন এবং কেউ কেউ কেনার আশ্বাসও দিচ্ছেন।

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেডের সেলস অব মার্কেটিং অফিসার আরও বলেন, গত চার দিনে (বৃহস্পতি-সোমবার) ৬টা প্লট ও ফ্ল্যাট বিক্রি হয়েছে। এর মধ্যে আজ সোমবার ২টা প্লট বিক্রি হয়েছে। আর গত দুই দিনে হয়েছে ৪টি ফ্ল্যাট। এছাড়া, কমিটমেন্ট আছে আরও অনেক। তিনি বলেন, এককালীন পরিশোধে ৩ কাঠার প্লট মাত্র ১৬ লক্ষ টাকায় দেয়া হচ্ছে।

গাজী শাহেদ বলেন, কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড এর রাজধানীর উত্তরা, পল্লবী, রুপনগর, তেজকুনিপাড়া, বসুন্ধারা ও মোহাম্মদপুরে আপ কামিং প্রজেক্ট রয়েছে।

স্টল থেকে জানা যায়, প্রজেক্ট সংলগ্ন অন্যান্য আকর্ষণগুলো হচ্ছে- ভবিষ্যৎ শিক্ষা নগরী, নেভাল সোসাইটি, মিরপুর বেড়ীবাধ সংলগ্ন মেট্টোরেল, মাত্র ১০ মিনিটের দূরত্ব রাজউক উত্তরা তৃতীয় প্রজেক্ট, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি, ব্রাক ইউনির্ভাসিটি, সিটি ইউনির্ভাসিটি।

প্রজেক্ট সমূহের বিশেষত্ব: সম্পূর্ণ বন্যা ও দূষণমুক্ত নির্মল পরিবেশ, এখনই বাড়ী করার উপযোগী। নাগরিক সুবিধার জন্য গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল, কলেজ, গ্লোরিয়াস ইউনির্ভাসিটি, মসজিদ, জিমনেশিয়াম, হাসপাতাল, খেলার মাঠ, জগিং পার্ক, সুপারশপ, কমিউনিটি সেন্টার, পিকনিক সস্পট, লেক, রিসার্চ সেন্টার ও লাইব্রেরি, সুইমিংপুল এবং কবরস্থান ইত্যাদি ব্যবস্থা। ২৫, ৪০ ও ৬০ ফুট অভ্যন্তরীণ রাস্তা ও ২.৫,৩,৫,৬ এবং ৭ কাঠার প্লট।

Contact Us

801, Rokeya Sarani, Kazipara, Mirpur, Dhaka-1216
Phone: +88-02-9034022, 9034033, 9008789, 9016318,
Fax: +88-02-8034120
Email: info@krishibidgroup.com
skype : krishibidgroup
Web: krishibidgroup.com

Customer Care & Sales Mobile No:
+8801938849311
+8801938849285
+8801938849310
+8801938849316
+8801938849313
+8801938849315

সম্পাদনা: আরএ/আরবি/এসকে