
ঢাকার বনানী, বনশ্রী ও নারায়ণগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। রাজউকের আওতাধীন এলাকায় যে সকল প্লট, ভবন, ফ্ল্যাট ইত্যাদিতে অননুমোদিত/অবৈধ ভাবে গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ফুটপাতে অবৈধ র্যাম্প নির্মিত হয়েছে সে সকল অননুমোদিত স্থাপনা/ব্যবহার বন্ধে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়।
রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান সাংবাদিককের এ তথ্য জানিয়ে বলেন, রাজউকের পরিচালক খন্দকার অলিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার কর্তৃক পরিচালিত অভিযানে বনানীর কামাল আতাতুর্ক এভেনিউয়ের একটি আবাসিক ভবনে অবৈধ বাণিজ্যিক ব্যবহারের কারণে গ্রাউন্ড ফ্লোরের ৬টি দোকান ও দ্বিতীয় তলার একটি অফিস সিলগালা করা হয়। এছাড়া, বনশ্রী এলাকার বি-ব্লকের ২৫টি বাড়ির সামনের অবৈধ র্যাম্প (গাড়ি ওঠা-নামার ঢালু সিড়ি) অপসারণ করা হয়।
এদিকে, নারায়ণগঞ্জের কে বি সাহা রোডের একটি ভবনের সেট-ব্যাক এরিয়ায় (ভবনের চারদিকে আবশ্যিক উন্মুক্ত স্থান) নক্শা বহির্ভূত বর্ধিত অংশ এবং রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আজমের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ কার্যক্রমে রাজউকের অথরাইজড অফিসার নুরুজ্জামান জাহির, আশীষ কুমার সাহা, সহকারী অথরাইজড অফিসার মাসুক আহমেদ, ইমরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা করেন।
সম্পাদনা: আরএ/এসকে/এমএন