আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
ভূমিকম্পের আশঙ্কায় বিজ্ঞানীরা

এবছর পৃথিবীতে ভূমিকম্পের পরিমাণ এবং মাত্রা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, মূলত পৃথিবী ধীরগতিতে আবর্তন করছে বলেই প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বাড়তে পারে৷ ঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত তো আছেই, মানব সভ্যতার জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ নাকি হবে ভূমিকম্প! সম্প্রতি এক গবেষণায় এমন তথ্যই দিয়েছেন পশ্চিমের একদল বিজ্ঞানী।

যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একটি পত্রিকায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, পৃথিবী যে গতিতে ঘুরছে তাতে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। ভূমিকম্পের তীব্রতাও বাড়বে। তাদের মতে, ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ হয়ে যেতে পারে পৃথিবী৷

প্রতিবেদনে বলা হয়, তাদের ধারণার তুলনায় ভূমিকম্পের তীব্রতা আরও বাড়তে পারে। তাদের মতে, এই মাত্রা ৯ পর্যন্তও পৌঁছাতে পারে৷

প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপের দক্ষিণাঞ্চলসহ বড় দেশগুলি এইসব প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়তে পারে। অবশ্য এই গবেষণা প্রতিবেদন নিয়ে এরই মধ্যে বিজ্ঞানীদের অপর পক্ষ সন্দেহ প্রকাশ করেছেন। পরিবর্তন