
রিহ্যাব ফেয়ার ২০১৭ এর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বি.আই.সি.সি.) এর হল অব ফেম এ “রিহ্যাব ফেয়ার ২০১৭” এর সমাপনী অধিবেশনে এই ফেয়ার এর সাফল্য সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলি উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি।
অনুষ্ঠানে র্যাফেল ড্র’তে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবার প্রথম পুরস্কার প্রাইভেট কার পাচ্ছেন রাফা নামের একজন। এছাড়া মোটরসাইকেল সহ অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মেলায় স্বাগত বক্তব্য দিবেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নুরুন্নবী চৌধুরী (শাওন),এমপি। এছাড়া সভাপতিত্ব করবেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন।
রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে গত ২১-২৫ ডিসেম্বর ২০১৭ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী “রিহ্যাব ফেয়ার ২০১৭” সম্পন্ন হয়। মেলায় এবার বিপুল সংখ্যক ক্রেতা মেলায় গমন করেন।