আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
বাসস্থান পাচ্ছেন অসচ্ছল মুক্তিযোদ্ধারা

দেশের অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য একটি বিশেষায়িত প্রকল্প নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ প্রকল্প নেওয়া হচ্ছে। একই সঙ্গে তাঁদের সচ্ছলতার জন্য বিশেষভাবে সহায়তা দেওয়া হবে। পরিকল্পনা কমিশনকে ইতিমধ্যে এ বিষয়ে প্রকল্প নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে প্রকল্পটি কোন মন্ত্রণালয় এবং কবে নাগাদ শুরু হবে তা বলেননি পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা তথ্যভাণ্ডার শুমারির দ্বিতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ তথ্য জানান।

মুস্তফা কামাল বলেন, প্রায়ই খবরে দেখা যায় মুক্তিযোদ্ধাদের অনেকে কষ্টে জীবনযাপন করছেন। অনেকের কাজ নেই, অনেকে চায়ের দোকান করছেন, অনেকে আরও কষ্টকর ও মানবেতর জীবনযাপন করছেন। এসব দেখে প্রধানমন্ত্রী বলেছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য একটি প্রকল্প নিতে, যাতে তাদের বাড়িঘর করে দেওয়া যায় ও সচ্ছলতা তৈরি হয়।

সম্পাদনা: আরএ/এসকে/আরবি