
জেরুজালেমে গত এক বছরে ১৩২টি ফিলিস্তিনী বাড়ি বা ভবন ধ্বংস করেছে ইসরাইল। ২০১৭ সালের শুরু থেকে শেষ পর্যন্ত এসব ঘরবাড়ি ধ্বংস করে ইহুদিরা। এর ফলে সহায়-সম্বল হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছেন ২৪০ জন ফিলিস্তিনী, যাদের অর্ধেকই শিশু। ফিলিস্তিনী মানবাধিকার সংগঠন আল-কুদস এ খবর জানিয়েছে। ওয়েবসাইট।
এর আগে গত ৩১ ডিসেম্বর ফিলিস্তিনের একটি বেসরকারী সংস্থা জানায়, ইসরাইল ২০১৭ সালে জর্দান নদীর পশ্চিম তীরের ৯০০ হেক্টর ফিলিস্তিনী ভূমি অধিগ্রহণ করে। নতুন নতুন ইহুদী বসতি নির্মাণের জন্য এসব ফিলিস্তিনী ভূমি জবরদখল করে তেল আবিব।
সংস্থাটি আরও জানায়, ফিলিস্তিনী ভূমিতে ২০১৭ সালে ইহুদী বসতি নির্মাণের পরিমাণ ২০১৬ সালের তুলনায় তিনগুণ বাড়িয়েছে ইসরাইল।
সম্পাদনা: আরএ/আরবি/জেডএইচ