
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জায়গাগুলোর একটি হলো মেইনে অঙ্গরাজ্যের শতবর্ষী মৎস্য ইন্ড্রাস্টিজ ভবনটি। যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহী ভবনটি ঝড়ে উড়ে গিয়ে পড়েছে কানাডায়! ঝড়ের কারণে এক দেশ থেকে অন্য দেশে ভবন উড়ে যাওয়ার এই ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করলেও প্রকৃত ঘটনা হলো ভবনটি ছিল কানাডার সীমান্তবর্তী অঞ্চলে। ঝড়ের কারণে সেটি কয়েক মিটার দূরে গিয়ে পড়লেও আইনগতভাবে সেটি দেশের সীমানা পার হয়ে যায়।
কানাডার নিউ ব্রুনসউইকের কোমপোবেলো দ্বীপের পানিতে গিয়ে পড়লে দেখা দেয় জটিলতা। আইনি জটিলতার কারণে যুক্তরাষ্ট্র চাইলেও সেখান থেকে তুলে আনতে পারছে না ভবনটিকে। কানাডার কিছু মানুষ এটিকে এখন নিজেদের সম্পদ হিসেবে দাবি করছে। কিন্তু উভয় দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।