আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
`মুক্তিযোদ্ধাদের জন্য ফ্ল্যাট বাড়ি নির্মাণ করবে সরকার’

সারা দেশে মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ফ্ল্যাট বাড়ি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন। শনিবার (২০ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস বলেন, মির্জাপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য সরকার পৌর সদরের মেইন রোডের সাথে ১২ শতাংশ জমি বরাদ্দ দিয়েছেন। সেখানে ১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করা হলো।

অধ্যাপক দুর্লভ বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ বক্তব্যে রাখেন।

সম্পাদনা: জেডএইচ/আরএ/এমএন