
বাংলাদেশে দুই লাখ ৮০ হাজার ৬৩৪ জন মানুষ গৃহহীন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শামসুর রহমান শরীফ বলেন, দেশে বর্তমানে ভূমিহীন মানুষের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ২৬৪ জন। আর গৃহহীন মানুষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৩৪ জন।
ভূমিমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট খাস জমির পরিমাণ ৪১ লাখ ২১ হাজার ৭৭৫ একর ২০ শতাংশ। এর মধ্যে কৃষি খাস জমি ২০ লাখ ৫১ হাজার ৭৪৮ একর ৫৫ শতাংশ এবং অকৃষি খাস জমির পরিমাণ ২০ লাখ ৭০ হাজার ২৬ একর ৬৫ শতাংশ।
ছিন্নমূল দরিদ্র মানুষকে খাস জমি বন্দোবস্ত, গুচ্ছগ্রাম স্থাপন এবং আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান শরীফ। তিনি বলেন, সরকারের চলতি মেয়াদে ৫০ হাজার ভূমিহীন কৃষকের মধ্যে কৃষি খাস জমি বন্দোবস্ত দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
সম্পাদনা: জেডএইচ/এমএন/এসকে