
২০১৮ সালের ইপিআই র্যাংকিং এ ২৭.৪৩ পয়েন্ট নিয়ে তালিকার প্রথমে রয়েছে বুরুন্ডি। ২৯.৫৬ পেয়ে বাংলাদেশ দ্বিতীয়, ৩০.৫৭ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয়, ৩১ পয়েন্ট নিয়ে নেপাল পঞ্চম অবস্থানে রয়েছে।
৮৭.৪২ পয়েন্ট নিয়ে পরিবেশ অবস্থান সূচকে সবচেয়ে ভাল দেশের তালিকায় প্রথমে অবস্থান করছে সুইজারল্যান্ড। এছাড়া ফ্রান্স, ডেনমার্ক, মাল্টা, সুইডেন শীর্ষ ৫ দেশের তালিকার রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র রয়েছে ২৭তম অবস্থানে।
মঙ্গলবারে প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, বাতাসের গুণগত মানের দিক থেকে ভারত ৫.৭৫ পয়েন্ট, চীন ১৪.৩৯, পাকিস্তান ১৫.৬৯ পেয়েছে। এসব দেশে স্বাস্থ্য সংক্রান্ত সংকট তৈরির আশঙ্কা করে জরুরিভাবে নজর দিতে বলা হয়েছে ওই প্রতিবেদনে।
১০টি ইস্যুতে ২৪টি নিয়ামক এতে মূল্যায়ন করা হয়েছে। পানির গুণাগুন, পানি ও পয়ো:নিষ্কাশন, ভারি ধাতব, জীববৈচিত্র্য ও আবাসন, বনায়ন, মৎস, জলবায়ু, জ্বালানি, বায়ু দূষণ, পানি সম্পদ এবং কৃষি এসব বিষয়ে বিবেচনায় নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।