
ইউনিক আইডিয়াস এ্যান্ড ডেভেলপার লিমিটেড (ইউআইডি) এর তিন দিনব্যাপী একক শীতকালীন আবাসন মেলা চলছে উত্তরায়। প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ২৬ জানুয়ারী থেকে এ শুরু হওয়া এই মেলা চলবে ২৮ জানুয়ারী পর্যন্ত।
সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলায় সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় উপলক্ষে স্পট বুকিং এ বিশাল ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
যোগাযোগের ঠিকানা : বাড়ি # 32 (বি/6), রোড নং # ১০, সেক্টর # 6, উত্তরা মডেল টাউন ঢাকা | ই-মেইল: uid.sales002@gmail.com. ফোন : 01973145343
নিসর্গ সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজের ও পরিবারের জন্য একটি নিরাপদ আবাসন প্রদানের লক্ষ্যে ২০১৭ এর ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ইউনিক আইডিয়াস এ্যান্ড ডেভেলপার লিমিটেড (ইউআইডি)।