
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ২৫৪ জন মুক্তিযোদ্ধাকে প্লট বরাদ্দ দিয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ৫টি সংস্থার মাধ্যমে তাঁদের নামে বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দ করেছে। রোববার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে জাসদের নাজমুল হক প্রধানের এক প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য জানান।
মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন আয়তনের প্লট বরাদ্দের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজশাহী, কুষ্টিয়া, সিলেট, খুলনা ও চট্টগ্রামে প্লট ১ দশমিক ৭৪ কাঠা থেকে সর্বোচ্চ ৫ কাঠার প্লট পেয়েছে মোট ১৩৭ জন মুক্তিযোদ্ধা।
এছাড়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ৩ কাঠা থেকে ৫ কাঠার প্লট পেয়েছেন ৫২ জন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে একই আকারের প্লট পেয়েছেন ৪৩ জন। এছাড়া, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ১৭ জন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আরো ৪ মুক্তিযোদ্ধা প্লট পেয়েছেন।
সম্পাদনা: এফএইচ/আরবি/এমএন