
সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের ৬ বিভাগীয় শহরে সেফ হোমের পাশাপাশি ৬টি শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) পুনরায় চালুর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ৬টি শান্তি নিবাস পুনঃচালুর বিষয়ে অনুমোদন পাওয়া গেছে। রোববার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মিসেস আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে মেনন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় ১৯৯৯ থেকে ২০০১ সালের জুন মাসের মধ্যে দেশের ৬টি বিভাগে ৬টি শান্তি নিবাস চালু করা হয়। পরবর্তীতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শান্তি নিবাসগুলোকে সেফহোমে রূপান্তর করা হয়।
এছাড়া, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ৮৫টি সরকারি শিশু পরিবারের প্রতিটিতে ১০ আসন বিশিষ্ট বৃদ্ধাশ্রম চালু করার জন্য অধিদপ্তর থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদনা: এফএইচ/আরএ/আরবি