
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর আয়োজনে সেবা সহজীকরণ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী ২০১৮ তারিখে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা সম্পন্ন হয়।
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী কর্পোরেশনের বিদ্যমান সেবা প্রক্রিয়া সহজ, জনবান্ধব ও অধিকতর কার্যকর করার লক্ষ্যে আয়োজিত ৩ দিন ব্যাপী কর্মশালা’ শুরু হয় ২৯ জানুয়ারি।আর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩১ জানুয়ারি।
অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন। কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী সমাপনী বক্তব্যে সহজ ও জনবান্ধব সেবা চালু করতে বিদ্যমান সেবার অপ্রয়োজনীয় ধাপ ও নিয়মনীতি এবং প্রতিবন্ধকতা ও সমস্যা হতে বেরিয়ে আসতে দিক নির্দেশনা প্রদান করেন।