আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
সুচি’র বাড়িতে বোমা নিক্ষেপ

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির ইয়াঙ্গুনের লেকপাড়ের বাসভবনে একটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে এ বোমা হামলায় সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ সময় সু চি বাড়িটিতে ছিলেন না। বৃহস্পতিবার মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতাই আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে এ কথা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের ডন নিউজ। তবে কী কারণে সু চির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি মুখপাত্র।

বৃহস্পতিবার হামলার সময় তিনি রাজধানী নাইপিদোতে ছিলেন বলে জানা গেছে। তাঁর দল এনএলডি-র ক্ষমতায় আসার বর্ষপূর্তি উপলক্ষে পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা আছে তাঁর।

স্টেট কাউন্সিলর দপ্তরের মহাপরিচালক উ জাউ বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ দুস্কৃতকারীকে গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, সামরিক জান্তার আমলে এই বাড়িটিতেই সু চিকে দীর্ঘদিনধরে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

সম্পাদনা: আরএ/আরবি/এনএন