আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন করলো বিএইচবিএফসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন নির্দেশ বাস্তবায়ন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএইচবিএফসির কর্মকর্তারা জানিয়েছেন, ১ জুলাই ২০১৭ হতে সুদের হার সর্বনিম্ন ৮.৫০% করা হয়েছে। এছাড়া, ঋণের সিলিং সর্বোচ্চ ১ কোটি টাকা, নতুন ৬টি প্রোডাক্ট চালু, নতুন অর্গানোগ্রাম অনুমোদন, ১৫ জানুয়ারি ২০১৮-তে অর্গানোগ্রাম বাস্তবায়ন, ৩১টি নতুন অফিসসহ মোট ৬০টি অফিসের কার্যক্রম শুরু, পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও গ্রোথ সেন্টারে আরও ৪০টি শাখা অফিস খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন;

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে অনুমোদন প্রাপ্তি এবং বিএইচবিএফসি কর্তৃক গৃহীত এ সকল পদক্ষেপের মধ্য দিয়ে (i) সুদ হার কমানো (ii) সারা দেশে  শাখা অফিস বিস্তৃতকরণ এবং (iii) বিভিন্ন ক্যাটাগরীতে ঋণ বিতরণ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত করা হচ্ছে বলে বিএইচবিএফসির জনসংযোগ বিভাগ থেকে জানা গেছে।

সম্পাদনা: আরএ/আরবি/এমএন