
শিগগিরই বাসযোগ্য হচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অফিসারদের জন্য নির্মাণাধীন আবাসন প্রকল্প জলসিড়ি। জমিসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন স্থবির থাকা প্রকল্পটি সম্প্রতি গতি পেয়েছে। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফের সহযোগিতায় কেটেছে এ বিষয়ের জটিলতা।
সংশ্লিষ্টরা জানায়, জলসিড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মে. জে. আবু সাঈদ মো. মাসুদের ঐকান্তিক চেষ্টায় প্রকল্পটি চূড়ান্ত বাস্তবায়নের পথে। জমিসংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় গত ১ ফেব্রুয়ারি জলসিড়ি আবাসন প্রকল্প কার্যালয়ে শেখ ফজলুর রহমান মারুফের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে শেখ মারুফকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রকল্প চেয়ারম্যান মে. জে. আবু সাঈদ মো. মাসুদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আবাসন প্রকল্পের স্থবিরতা কেটে যাওয়ায় জলসিড়ি কর্তৃপক্ষ আপনার কাছে কৃতজ্ঞ। আমরা এ অবদানের কথা সারা জীবন মনে রাখব।
যুবলীগ নেতা শেখ মারুফ বলেন, সেনাবাহিনীর এ উদ্যোগে আমি আনন্দিত ও বিমোহিত। জলসিড়ি আবাসন প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশাবাদী।
২০১৪ সালের ৪ জুন রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) পর্যালোচনা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দুই হাজার একর জমির ওপর জলসিঁড়ি আবাসন প্রকল্পের অনুমোদন দেয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসের আর্মি গলফ গার্ডেনে এক অনুষ্ঠানে এ প্রকল্পে বরাদ্দপ্রাপ্তদের মধ্যে প্লট হস্তান্তর করেন।
সম্পাদনা: জেডএইচ/এনএম/পিকে