
বরিশালে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও অপর ৩৩টি পরিকল্পনাধীন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এসব প্রকল্পের ভিত্তি উদ্বোধন ও পরিকল্পনাধীন প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু কন্যা এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।
প্রধানমন্ত্রী যে ৪১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সেগুলো হলো- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবন, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাই মোস্তফা কামাল ভবন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় পাঠাগার, শেখ হাসিনা হল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল, বরিশাল অধিবাসীদের জন্য নবনির্মিত ডরমিটরি ভবন, কারখানা পরিদর্শন মহাপরিদপ্তর ভবন, বরিশাল বিভাগীয় ও জেলা শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মেহেদিগঞ্জ থানা কমপ্লেক্স, আগৈলঝরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গৌড়নদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উজিরপুর উপজেলা সীমান্তের হর্তা-বানারীপাড়া প্রি-স্ট্রেস গার্ডার ব্রীজ, বাকেরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, হিজলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুলাদি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বানারীপাড়া উপজেলার নানদুহর নদীর ওপর ২০৯ মিটার গার্ডার ব্রীজ, মেহেন্দীদগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উলানিয়া-কালীগঞ্জ ব্রীজ, শেখ হাসিনা কলেজ একাডেমিয়া ভবন, ৩০০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন বীজ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ গুদাম, ২০০০ মেট্রিক টন আলুর বীজ শীতল সংরক্ষণ, ভূ-উপরিস্থলের ১৬ এমএলডি পানি পরিশোধন ক্ষমতাসম্পন্ন পানি শোধনাগার, ৩১-শয্যার মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কেন্দ্র, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, শহীদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭-তলা শাহীন আরজু মনি একাডেমিক ভবন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত উচ্চবিদ্যালয়ের ৭-তলা একাডেমিক ভবন, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, হিজলা ডিগ্রি কলেজের ৪-তলা একাডেমিক ভবন, সংহতি মডেল উচ্চবিদ্যালয়, উলানিয়া মোজাফ্ফর ভবনের চার-তলা একাডেমিক ভবন, চারটি-বঙ্গবন্ধু অডিটোরিয়াম ভবন, কারাপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, হিজলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ, নম্বর-৪ মহিলারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও মুলাদি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স।
একই জায়গায় প্রধানমন্ত্রী অপর যে ৩৩টি পরিকল্পনাধীন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেগুলো হলো- ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল- পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার-লেনে উন্নীতকরণ প্রকল্প, বরিশাল আইটি পার্ক, বরিশাল মেট্রোপলিটন হেড কোয়ার্টারস, বরিশাল পুলিশ লাইনস, বরিশাল পুলিশ সুপার অফিস, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনসটিটিউট, দি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন নার্সিং হোস্টেল, শেখ কামাল আইটি অ্যান্ড ইনকিউবিশন সেন্টার, শহীদ সুকান্ত বাবু শিশু পার্ক, জেলা সমাজসেবা কমপ্লেক্স, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অডিটোরিয়াম, কীর্তনখোলা নদী ভাঙনের কবল থেকে চারবাড়িয়া অঞ্চল রক্ষা প্রকল্প, মাসকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ। রাঙ্গামাটি নদীর ওপর, গোমা ব্রীজ নির্মাণ, হিজলা একতার হাট রাস্তায় ওপর ৪৪০ মিটার পিসি গর্ডার ব্রীজ ও দমকল ও বেসামরিক প্রতিরক্ষা অফিস ভবন।
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একই জায়গায় এক জনসভায় বক্তৃতা করেন।
সম্পাদনা: কেএইচএম/আরএ/আরবি