
বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউএস-বাংলা গ্রুপের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এসেটস। প্রতিষ্ঠানটির প্রধান আকর্ষণ পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প। এই প্রকল্পে প্লট ক্রয়ে এককালীন মূল্য পরিশোধে ২৫% ছাড় এবং বুকিং দিলে বিদেশ ভ্রমনসহ নানাবিধ সুবিধাধি নিয়ে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮ তে অংশ নিয়েছে ইউএস-বাংলা এসেটস। ৮ থেকে ১১ ফেব্রুয়ারি নগরীরর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে রিহ্যাব আয়োজিত ইউএস-বাংলা এসেটস হচ্ছে এ মেলার অন্যতম কো-স্পন্সর। স্টল নং- কো-স্পন্সর-০২। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শকদের জন্য উন্মুক্ত।
ইউএস-বাংলা এসেটস এর পক্ষে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জিএম-মার্কেটিং সাপোর্ট এন্ড পিআর মোঃ কামরুল ইসলাম আবাসন বার্তাকে এ তথ্য জানিয়ে বলেছেন, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরসহ রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়শিয়া ও ওমানে আয়োজিত পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলায় দর্শকদের আশানূরূপ সাড়া মিলেছে। তারই ধারাবাহিকতায় রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৮ তে পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে প্লট ক্রয়ের জন্য নানাবিধ সুবিধাধি নিয়ে উপস্থিত হয়েছে ইউএস-বাংলা এসেটস।
কামরুল ইসলাম আরও জানিয়েছেন, পূর্বাচল আমেরিকান সিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্ব। এই সিটি প্রকল্পে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার চলাকালীন এককালীন মূল্য পরিশোধে ২৫% ছাড় এবং সাথে সাথেই রেজিস্ট্রেশন ও হস্তান্তর এর সুযোগ থাকছে। বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে মেলা উপলক্ষে কাঠাপ্রতি মাসিক কিস্তি সর্বনি¤œ সাত হাজার ৪১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলা উপলক্ষে বাউন্ডারি ওয়াল সহ আবাসিক/ কমার্শিয়াল/ হাসপাতাল/ ইন্সটিটিউশন/শপিং কমপ্লেক্স/কনভেনশন সেন্টার/ ব্যাংক/ কর্পোরেট অফিসের জন্য রেডি প্লট এককালীন মূল্য/ কিস্তিতে বিক্রয় চলছে। আকর্ষণ হিসেবে থাকছে প্লট বুকিং দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংককে রিটার্ন টিকেটসহ দুই রাত তিন দিন থাকার সুবর্ণ সুযোগ।
এদিকে, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের প্রথম দিন বৃহস্পতিবার ইউএস-বাংলা এসেটস্ এর স্টলে আগত দর্শনার্থীদের উল্লেখযোগ্য সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্প সম্পর্কে যেকোনো তথ্যের জন্য ০১৭০৮ ৮১৩২৪৪, ০১৭০৮ ৮১৩২৪৫ এই মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পূর্বাচল আমেরিকান সিটির যেকোনো তথ্যের জন্য ইউএস-বাংলা এসেটস এর কর্পোরেট অফিস-৭৭ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা, ঢাকায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা এসেটস, গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউএস-বাংলা লেদার, ইউএস-বাংলা ফ্যাশন, ইউএসবি এক্সপ্রেস, ইউএস-বাংলা ফুড, ইউএস-বাংলা হাই-টেক, ইউএস-বাংলা এগ্রো, ইউএস-বাংলা মিডিয়া এন্ড কমিউনিকেশনস্সহ আরো নানাবিধ প্রতিষ্ঠান।
পূর্বাচল আমেরিকান সিটি প্রকল্পে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই ইউএস-বাংলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালেরও পূর্ণাঙ্গ ক্যাম্পাসের কাজ শুরু হতে যাচ্ছে।
সম্পাদনা: আরএ/আরবি/এমএন