আমাদের মেইল করুন abasonbarta2016@gmail.com
উত্তরায় আবাসিক প্লটে বাণিজ্যিক ব্যবহার বন্ধে অভিযান

ঢাকার উত্তরায় বিভিন্ন আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার (১১ ফেব্রুয়ারি) উত্তরার ০৪ নং সেক্টরে  ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। এছাড়া, বিভিন্ন ভবন মালিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশরাফুল ইসলাম এর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান সাংবাদিককের এ তথ্য জানিয়ে বলেন, উত্তরার ০৪ নং সেক্টরে  ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে রোববার বিভিন্ন আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ০৭ নং রোডের ১১৩/এ নং আবাসিক প্লটে ছয় তলা ভবনের চারটি ফ্লোরে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহারের কারণে আকতার ফার্নিচার কে পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ভবনের বেজমেন্টে আকতার ফার্নিচার এর গোডাউনের মালামাল সরিয়ে বেজমেন্ট খালি করা হয় এবং পার্কিয়ের জায়গায় ‘র্যাংগস্ -টোশিবা র একটি শো-রুম আংশিক উচ্ছেদ করে আগামী ১৫ দিনের মধ্যে মালামাল সরিয়ে পার্কিয়ের জায়গা খালি করার জন্য নির্দেশ দেওয়া হয়।

১১৩/বি প্লটে অননুমোদিত আধা-পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার দায়ে ‘সী শেল পার্টি সেন্টার এর আধা-পাকা স্থাপনা অপসারণ করা হয়।

এছাড়া, ০৭ নং রোডের ৭৯ নং  প্লটে ভবনের তিনটি টি ফ্লোরের নকশা বহির্ভূত তিনটি বারান্দা অপসারণ করা হয়। পাশাপাশি একই রোডের ৯১/এ নং প্লটে ভবনের পার্কিয়েংর জায়গায় এপেক্স এর একটি শো-রুম উচ্ছেদ করে পার্কিয়েংর জায়গা খালি করে দেওয়া হয়।

উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর) এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস,  সহকারী অথরাইজড অফিসার তামান্না বিনতে রহমান, মোঃ খায়রুজ্জামান ও জান্নতুন নাঈমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উচ্ছেদ কার্যক্রমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থা সহায়তা প্রদান করে।

সম্পাদনা: আরএ/আরবি/এমএন