
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী চট্টগ্রামের বোট ক্লাবে বনভোজন সম্পন্ন হয়।
বনভোজন উপলক্ষে ঢাকা থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান এবং পরিচালক কামাল মাহমুদ, পরিচালক হাফিস আল আসাদ, শাকিল কামাল চৌধুরী, প্রকৌশলী মোঃ আল আমিন, এস এম জাহিদুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন সিকদার, প্র্রকৌশলী এন এম নূর কুতুবুল আলম, প্রকৌশলী দিদারুল হক চৌধুরী ও মোহাম্মদ ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বার্ষিক বনভোজনের উদ্বোধন করেন। এ সময় চট্রগ্রাম রিজিয়নের চেয়ারম্যান এবং রিহ্যাব এর সহ সভাপতি আবদুল কৈয়ূম চৌধুরী, রিহ্যাব চিটাগাং রিজিয়নের প্রেস এ্যান্ড মিডিয়া কমিটির কনভেনর এ এস এম আবদুল গাফফার মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।